মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সরকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ১৯৬১ সনে ‘সয়েল সার্ভে প্রজেক্ট অব পাকিস্তান’ নামে যাত্রা শুরু করে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭২ সনে কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানটি ‘মৃত্তিকা জরিপ বিভাগ’ রূপে পরিচিতি লাভ করে এবং পরবর্তীতে 1983 সনে ‘মৃত্তিকা জরিপ বিভাগ’ পুনর্গঠন ও সম্প্রসারণ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (Soil Resource Development Institute - SRDI) নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। 2020 সালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। বর্তমানে নেত্রকোণা শহরের প্রবেশদ্বারে আনন্দ বাজার (বাসস্ট্যান্ড এর কাছাকাছি) ভাড়া বাসায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস